Khoborerchokh logo

পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইদুল ইসলাম গুরুতর আহত 84 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইদুল ইসলাম গুরুতর আহত


শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম (৫৫) এর উপর জামায়াত-শিবিরের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে সাইদুল ইসলাম পলাশবাড়ী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম গতকাল ২১মার্চ অনুুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির বাসায় দেখা করার জন্য ২২ মার্চ রবিবার বিকেল অনুমান ৩.৩০ ঘটিকায় রওনা দেন। পথিমধ্যে পৌরশহরের হিজলগাড়ী এলাকার বকুর মোড় নামক ¯’নে আব্দুল খালেক মিয়ার দোকানে চা খাওয়ার জন্য বসলে পূর্ব শত্রতার জের ধরে ও আওয়ামীলীগের সদস্য না করায় জামায়াত-শিবিরের ক্যাডার ও ১৪ সালের বিভিন্ন মামলার আসামী আশরাফুল ইসলাম (৩৫), মামুন মিয়া (৩০) পাপুল মিয়া (২৫) রুছেল মন্ডল (৩৫), মিঠু মন্ডল (৪০) সহ আরও ৪/৫ জন পরিকল্পিত ভাবে লাঠি-সোডা, লোহার পাইপ, ছোরা, চাইনিস কুড়াল ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে চায়ের দোকান চারপাশ থেকে ঘিরিয়া ধরে ১নং আসামী আশরাফুল ইসলাম হুকুম দেন শালাকে আওয়ামীলীগ করার সাধ বুঝাইয়া দাও। এই হুকুম পাওয়ার পর ২নং আসামী মামুন মন্ডল ও ৫নং আসামী মিঠু মন্ডল হাতে থাকা লোহার পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ীভাবে মারডাং করে থেতলানো, ফুলা ও বেদনাদায়ক জখম করে। পরবর্তীতে ৩নং আসামী মামুন মিয়া ও ৪নং আসামী রুছেল মন্ডল আমাকে হত্যার উদ্দেশ্যে চাইনিস কুড়াল দ্বারা বাম পায়ের মালইয়ের উপর পরপর কয়েকটি স্বজোরে চোট মারিয়া গুরুতর হাড়াকাটা রক্তাক্ত জখম করে। ১নং আসামী পাটের রশি দিয়ে গলায় প্যাচ লাগাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টাকালে আমার গোংরানির শব্দ শুনে আশেপাশের লোকজনসহ স্বাক্ষীগণ ঘটনা¯’লে আগাইয়া আসলে আসামীরা আমার শার্টের বুক পকেটে থাকা ঘরের টিন ক্রয়ের ৩৬,৫০০ হাজার টাকা নিয়ে চলে যায়। আসামীগণ ঘটনা¯’ল থেকে বাড়ীতে গিয়ে আমার ছোট ভাই ফরিদুল ইসলামের বসতবাড়িতে ঢুকে ২টি টিনসেড ঘরের বেড়াটাটি ভাঙচুর করিয়া অনুমান ২০,০০০ টাকা ক্ষতিসাধন করে খুন জখমের ভয় দেখিয়া চলে যায়। বর্তমানে উক্ত সাইদুল ইসলাম পলাশবাড়ী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলে জানা গেছে 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com